SSC Result 2018

              

এসএসসি রেজাল্ট ২০১৮

অনেকেই প্রশ্ন করেছেন, এসএসসি পরীক্ষার ফলাফল কবে বা কখন প্রকাশ করা হবে?

অবশেষে বহুল প্রত্যাশিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে ২০১৮ দুপুরে প্রকাশ করা হবে।

অভিন্ন প্রশ্নপত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে । এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ১০ লাখ আট হাজার ৬৮৭ জন।

লিখিত পরীক্ষা ০১ ফেব্রুয়ারী ২০১৮ শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৪ মার্চ।

এবার ১০টি বোর্ডের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২৮ হাজার ৫৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

সাধারণ আট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন। এখানে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি । এ ছাড়া দাখিল পরীক্ষার্থী দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং এসএসসি ভোকেশনালে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল/রেজাল্ট আগামী ৬ মে ২০১৮ পেতে আমাদের সাথেই থাকুন।

SSC and Madrasha Board Result অনলাইনে পেতে- www.educationboardresults.gov.bd লিংক এ Click করুন অথবা নিচের ছবিতে ক্লিক করুন -

দিক নির্দেশনা নিচে দেওয়া হলো :


১. Examination : SSC/Dakhil সিলেক্ট করুন
২. Year : পাসের সাল 2018 সিলেক্ট করুন
৩. Board : “Barisal, Chittagong,Comilla, Dhaka, Dinajpur, Jessore, Rajshahi, Sylhet,Madrasah , Technical, DIBS(Dhaka) ” থেকে পরীক্ষায় অংশ গ্রহনকারী বোর্ড বাছাই করুন
৪. Roll: এরপর আপনার Admit Card এ উল্লেখিত রোল নাম্বার দিন।
৫. Reg No: এরপর আপনার রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখিত রেজিস্ট্রেশন নাম্বার দিন।
৬. 2+7: একটি ছোট অংক থাকবে। ভ্যারিফিকেশন ফিল্ডে যোগ ফল বসানোর পর; রেজাল্ট পেতে "Submit" বাটনে Click করুন।

SSC and Dakhil Result ফলাফল মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন


SSC < space > First three letters of your Board< space > Roll No< space >Year and send to 16222
Example: SSC < space >DHA < space >123456 < space >2018 send 16222

Dakhil< space > First three letters of your Board< space > Roll No< space >Year and send to 16222

Example: Dakhil< space >MAD< space >123456 < space >2018 send 16222

বাংলাদেশ শিক্ষা বোর্ড এর সংক্ষিপ্ত নাম ও Website:


PSC, JSC, SSC, HSC, NU, BOU and BTEB Result :


👉 PSC/EBT
👉 JSC/JDC
👉 HSC/Alim
👉 NU/Masters
👉 BOU
👉 BTEB

Comments

Popular posts from this blog

সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সঠিক নিয়ম

PSC Bangladesh and Global Studies