PSC and EBT Result
দিক নির্দেশনা নিচে দেয়া হলো :-
১. Passing Year: পরীক্ষায় অংশ গ্রহনের সাল বসাতে হবে
২. Student ID: পরীক্ষার্থীর প্রবেশ পত্রে থাকা Student ID নাম্বারটি বসানোর পর; রেজাল্ট পেতে "Submit" বাটনে Click করুন।
প্রাথমিক ও ইবতেদায়ী PSC Result ফলাফল মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন -
DPE< space > Code Number of Thana or Upazila < space >Roll Number < space > Year and Send to 16222
EBT< space > Code Number of Thana or Upazila < space >Roll Number < space > Year and Send to 16222
থানার/উপজেলার Code Number
Primary Scholarship (প্রাথমিক বৃত্তি) Result
প্রাথমিক বৃত্তি দুটি বিভাগে প্রদান করা হয়।
১. ট্যালেন্টপুল বৃত্তি ও ২. সাধারন বৃত্তি।প্রাথমিক বৃত্তির অর্থের পরিমাণঃ
ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরঃ প্রতিমাসে ৩০০ টাকা করে প্রতি বছর ৩ হাজার ৬০০ টাকা প্রদান করা হবে।সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরঃ প্রতিমাসে ২২৫ টাকা করে প্রতি বছর দুই হাজার ৭০০ টাকা।
বৃত্তির মেয়াদঃ
ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি উভয় ক্ষেত্রে বৃত্তির মেয়াদ ৩ বছর (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত)।
অনলাইনে Primary Scholarship (প্রাথমিক বৃত্তি) Result পেতে ভিজিট করুন : dperesult.teletalk.com.bd/scholarship.php অথবা নিচের ছবিতে Click করুন -
মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ী Primary Scholarship Result জানার নিয়মঃ
সাধারণ শিক্ষার্থীদের জন্য:
DPE< space >Thana/Upazila Code No.< space >Roll Number< space >Year and Send to 16222
এবতেদায়ী শিক্ষার্থীদের জন্য:
EBT< space >Thana/Upazila Code Number< space >Roll Number< space >Year and Send to 16222
