Posts

Showing posts from July, 2018

১৯ জুলাই ১৮ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

Image
               চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি। পরীক্ষার্থীর এই সংখ্যা বৃদ্ধির হার ১০ দশমিক ৭৯ শতাংশ। এবার এ পরীক্ষাই প্রথম ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে একাধিক প্রশ্নের মধ্যে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়। শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হয়। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ছিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। আগামী ১৯ জুলাই ২০১৮ এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল/রেজাল্ট পেতে আমাদের সাথেই থাকুন। SSC and Madrasha Board Result অনলাইনে পেতে- www.educationboardresults.gov.bd লিংক এ Click করুন অথবা নিচের ছবিতে ক্লিক করুন - দিক নির্দেশনা নিচে দেওয়া হলো : ১. Examination : SSC/Dakhil সিলেক্ট করুন ২. Year : পাসের সাল 2018 সিলেক্ট করুন ...