Posts

Showing posts from June, 2018

৫ জেলার নতুন ইংরেজী বানান

               ৫ জেলার নতুন ইংরেজী বানান ইংরেজি বানান পরিবর্তন হওয়া পাঁচটি জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। জেলাগুলোর বাংলা বানানের সাথে ইংরেজি বানানের অসঙ্গতি দূর করতেই এই সিদ্ধান্ত। ৫ জেলার বর্তমান ইংরেজী বানান নিচে দেওয়া হলো- বাংলা নাম পূর্বের ইংরেজী বানান নতুন ইংরেজী বানান চট্টগ্রাম Chittagong Chattogram কুমিল্লা Comilla Cumilla বরিশাল Barisal Barishal যশোর Jessore Jashore বগুড়া Bogra Bogura

ওরিয়ন বিক্রয় সহকারি হিসাবে নিয়োগ

Image
ওরিয়ন বিক্রয় সহকারি হিসাবে নিয়োগ পদের নাম: বিক্রয় সহকারি যোগ্যতা ও শর্তাবলী : ক. শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম এস.এস.সি পাস খ. বয়স: ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত গ. সুস্থ, সবল এবং কর্মঠ ঘ. সৎ, পরিশ্রমী এবং কাজের প্রতি নিষ্ঠাবান ঙ. প্রার্থীর পক্ষে উপযুক্ত গ্যারান্টর থাকতে হবে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন [লেভেল অনুসানে বেতন কাঠামো] বিক্রয়ের উপর কমিশন কোম্পানীর প্রদত্ত নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা রয়েছে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: তারিখ : ০৪ এবং ০৫ জুন ২০১৮ সময় : সকাল ১০ টা থেকে বেলা ১২ টা প্রয়োজনীয় কাগজ পত্র: ২ কপি রঙ্গিন ছবি সহ বায়োডাটা, সকল পরীক্ষা পাসের সনদ এবং মূল সনদেন ফটোকপি। পরীক্ষার স্থান : নিম্নের উল্লেখিত ঠিকানা ঢাকা: ওরিয়ন হাউস ১৫৩/১৫৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ফরিদপুর ডিপো: 'কর্ণব', হোল্ডিং-১৪, পূর্ব খাবাশপুর লঞ্চঘাট রোড, ফরিদপুর কক্সবাজার ডিপো: আলম ম্যানশন, হোল্ডিং-৫৫৩, নিউ সার্কিট হাউজ রোড, মব্য বাহার ছড়া, (পুলিশ সুপার বাসার সামনে), কক্সবাজার কুমি...