৫ জেলার নতুন ইংরেজী বানান
৫ জেলার নতুন ইংরেজী বানান ইংরেজি বানান পরিবর্তন হওয়া পাঁচটি জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। জেলাগুলোর বাংলা বানানের সাথে ইংরেজি বানানের অসঙ্গতি দূর করতেই এই সিদ্ধান্ত। ৫ জেলার বর্তমান ইংরেজী বানান নিচে দেওয়া হলো- বাংলা নাম পূর্বের ইংরেজী বানান নতুন ইংরেজী বানান চট্টগ্রাম Chittagong Chattogram কুমিল্লা Comilla Cumilla বরিশাল Barisal Barishal যশোর Jessore Jashore বগুড়া Bogra Bogura