PSC Bangla Question Pattern

              

PSC Bangla Question Pattern


PSC means 'Primary School Certificate. PSC Question Pattern Marks Distribution 2018. PSC Exam Question Pattern and Marks Distribution Structure 2018 has been finalized by National Academy for Primary Education (NAPE).


Primary Education Completion Examination latest Question Syllabus and Marks Distribution Structure has been finalized by Ministry of Primary and Mass Education (MOPME), Directorate of Primary Education (DPE), National Curriculum & Textbook Board, National Academy for Primary Education (NAPE), field officers and teachers.


PSC Question Syllabus and Marks Distribution Structure 2018

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর প্রশ্নপত্র কাঠামো ও মানবন্টনঃ


বাংলা


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা -২০১৮

বাংলা
সময়- ২ঘণ্টা ৩০মিনিট
পূর্ণমান- ১০০
[ ১০০% যোগ্যতাভিত্তিক। ডান পার্শ্বে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই থেকে) পড়ে ১ ও ২ ক্রমিকের প্রশ্নের উত্তর লিখন
১. বহুনির্বাচনী প্রশ্ন (পাঁচটি)
২. প্রশ্নের উত্তর লিখন (তিনটি)




প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই বহির্ভূত) পড়ে ৩, ৪ এবং ৫ নং ক্রমিকের প্রশ্নের উত্তর লিখন
৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখন (পাঁচটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে)
৪. প্রদত্ত শব্দের অর্থ বুঝে শূন্যস্থান পূরণ করুণ (পাঁচটি শূন্যস্থান থাকবে)
৫. অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখন/বুঝিয়ে লিখন (তিনটি প্রশ্ন থাকবে এবং প্রতিটির উত্তর লিখতে হবে)
৬. এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করুন (পাঁচটি)
৭. যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ (সাতটির মধ্যে পাঁচটির উত্তর লিখতে হবে)
৮. বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃলিখন (পাঠ্যবইয়ের অনুচ্ছেদ)
৯. এক কথায় প্রকাশ/ক্রিয়াপদের চলিতরূপ লিখন (সাতটির মধ্যে পাঁচটির উত্তর লিখতে হবে)
১০. বিপরীত শব্দ লিখন/সমার্থক শব্দ লিখন (সাতটির মধ্যে পাঁচটির উত্তর লিখতে হবে)
১১.পাঠ্যবই এর কবিতা/ছড়া ( যে কোন অংশ থেকে ৬-৮ লাইন) পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখন (তিনটি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মধ্যে একটি কবিতাংশের মূলভাব থাকবে)
১২. ফরম পূরণকরণ
১৩. দরখাস্ত/চিঠি লিখন
১৪. রচনা লিখন (চারটি বিষয় দেওয়া থাকবে। এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। ইঙ্গিত দেওয়া থাকবে, ২০০ শব্দের মধ্যে লিখতে হবে)

Syllabus টি .JPG ডাউনলোড করতে



PSC All subjects Question Pattern and Marks Distribution:


EBT (Ebtedayee) ইবতেদায়ী শিক্ষা সমাপনী (৫ম শ্রেণী) পরীক্ষা ২০১৮ এর প্রশ্নপত্র কাঠামো ও মানবন্টন

Comments

Popular posts from this blog

সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সঠিক নিয়ম

PSC Bangladesh and Global Studies